পালক…
অনেক দিন পরে আবার, লিখছি তোকে চিঠি,
পুরোনো বই এর ভাঁজেতে পেলাম, ছোট্ট একটা স্মৃতি।
তুই বোধহয় ভালই আছিস , আমারও কাটছে বেস,
কিছু কথা,রয়েছে যে বাকি, আজও হয়নি শেষ।
কয়েকটি প্রশ্ন ঘুরপাক খায়, এখনো আমার মনে,
সত্যি কি আমার ছবি গুলো তুই, রেখেছি যত্নে ….
তোর দেওয়া পালক – টা আজও, রয়েছে কেমন সতেজ,
তোকে পাঠিয়ে ছিলাম, কত চিঠি, কত মেসেজ!
বুঝিনি আজও, তোর কেন, হয়েছিলো অভিমান।
আমি কি তোকে কোনো দিনও, করেছি অপমান?
হঠাৎ করেই, ফোনে কেন আর সারা দিলি না তুই!
কখন যেন ভিড়ের মাঝে, হারিয়ে গেলাম দুই।
যেদিন তোকে পাঠিয়ে ছিলাম, আমার বিয়ের কার্ড,
সঙ্গে গিফট করেছিলাম , তোর প্রিয় ব্ল্যাক শার্ট।
তার পর থেকে, আর কোনো তোর,খবর পেলাম না,
তোর অপেক্ষায় ছিলাম আমি, তুই কেন এলি না?
তোর কি আর, মনে পড়ে না , আমার কথা এখন?
কত দুষ্টুমি, কত মারামারি, করেছি আমরা তখন।
কলেজের রকেতে আমরা , আড্ডা দিয়েছি কত!
ঝাল – মুড়ি , ফুচকা,ভূতের গল্প,ভুলে গেছিস সমস্ত ?
সেদিন ছিলাম যুবতী আমি আজ যৌবন শেষ,
তুই ও তখন যুবক ছিলিস মাথা ভর্তি কেশ।
সেদিন ছিলাম অবুজ আমি, বুঝতে পারিনি তোকে,
আজ বুঝেছি, গোপনে তুই ভালো বেসেছিলি আমাকে।
চিরকাল তোর অভিমান বেশি কিছুই করিসনি প্রকাশ,
আজকে বুঝতে পেরেও আমার, নেই ভাবার অবকাশ।
পালক টাকে পেলাম যখন দেখি তাতে কিছু লেখা,
যা আছে তা সেখানেই থাক যাবে না সেসব বলা।
যাক গে, বাদ দে সে সব কিছু,
পুরোনো স্মৃতি যেন ছাড়ছে না আজ পিছু।
তুই.. ভালো থাকিস …..
অভিমান কাটিয়ে, পারলে জবাব দিস।
ইতি তোর পাখি…