Joy Goswami Poems ~ জয় গোস্বামী কবিতা

Mora Dal (মরা ডাল) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) মরা ডাল (Mora Dal)

আমি কোনও দস্যুতা পারি না

বসে থাকি চুপ করে চেয়ারে

তোমার জীবনে হয়তো এবার এমন কোনও লোক
এসে গেছে যে অনেক
সবলতা পারে

শুভার্থী ছিলাম আর শুভার্থী থাকব চিরকাল
চুপ করে গাছের তলায়
ঝরে থাকব মরা একটা ডাল

মরা ডাল (Mora Dal) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Honshar Upor (হিংসার উপরে কালো ঘাস) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) হিংসার উপরে কালো ঘাস (Honshar Upor)

হিংসার উপরে কালো ঘাস
নীচে হাড়, মাটি জমা খুলি

কারোর জানার কথা নয়

মালসার মতো গোল পৃথিবী মুখের কাছে ধ’রে
ভেতরের হাড় মাটি কয়লা তেল লোহা
ফেলে দিয়ে, ফাঁকা ওই করোটিতে আমি রাত্রিভোর
সশব্দ খাঁকারে রক্ত, দমকে দমকে রক্ত, ফেলি

তলায় আকাশ বয়ে যায় ।

কাব্য গ্রন্থ-সূর্য পোড়া ছাই

হিংসার উপরে কালো ঘাস (Honshar Upor) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Ojatok (অজাতক) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) অজাতক (Ojatok)

‘ভিতরে না…ভিতরে না… দেখো সাবধানে…’
—- ‘হ্যাঁ জানি। খেয়াল আছে। দেব না। দিচ্ছি না। ভয় নেই’
দাম্ভিক মেয়েটি ঠিক ওই সময় কত অসহায়
আমাকে বিশ্বাস করেছিল।

নিজের আনন্দ রাখতে মারের সাবধান রইল না।
—- ‘যদি কিছু হয়ে যায়’
—- ‘ও কিছু হবে না।’ —- ‘ঠিক তো?’—- ‘না কিছু হবে না।’
শিকড় উপড়ে তুলতে দেরি হয়েছিল।

ভাঙা গর্ভ থেকে টেনে বার করা অসমাপ্ত ফল
নার্সিংহোমের নীচে নর্দমার পাশে
ব্যান্ডেজ প্লাস্টারভাঙা তুলো রক্ত পলিথিনে
মিশে রইল জঞ্জালের মতো…

আমার সাহস থাকলে ওর আজকে দশ বছর হত!

অজাতক (Ojatok) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Khoj (খোঁজ) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) খোঁজ (Khoj)

ঘরের কুকুর ঢুকল ঘরে, গোঁফে সন্দেহের রোঁয়া
শুঁকে-শুঁকে ফিরে গেল। কোনও দেহ পড়ে নেই আর।
দ্যাখেনি সে,বারান্দায় কাটা মাথা রয়ে গেছে প্রভুজি, তোমার।

খোঁজ (Khoj) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Acomka (আচমকা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) আচমকা (Acomka)

আচমকা দ্বিতীয় থেকে
একজন তৃতীয় হয়ে গেল

এতদিন সে-ই ছিল প্রেমিক।

নতুনের আগমন হল অকস্মাৎ
(আমরা জানি না ঠিক-বেঠিক)

যে লোক দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমেছে এখন
সে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে

জ্ঞানশূন্য সে ভুলে বেড়ায়
দিগ্বিদিক

আচমকা (Acomka) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Biaher Age She Dekha (বিবাহের আগে শেষ দেখা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বিবাহের আগে শেষ দেখা (Biaher Age She Dekha)

একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না
একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায়
আজকে শেষবার আমি তোমাকে পেলাম
কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি
দুপুর ফুরিয়ে এল।
এইবার ফিরে আসবে বাড়ির সবাই।
আর একবার, আর একবার, এসো__
প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই !

বিবাহের আগে শেষ দেখা (Biaher Age She Dekha) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Ma Eshe Dayay (মা এসে দাঁড়ায়) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) মা এসে দাঁড়ায় (Ma Eshe Dayay)

মা এসে দাঁড়ায়
জানালায়

নিম্নে স্রোত, নদী

জল থেকে লাফিয়ে উঠছে এক একটা আগুনজ্বলা সাপ

আমি সে-নদীর থেকে তুলে নিতে আসি
আমি শিকলবাঁধা বাঁশি

আকাশের উঁচু জানলায়
মা এসে দাঁড়ায়

সরে যায়।

মা এসে দাঁড়ায় (Ma Eshe Dayay) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Jhaogacher Pata (ঝাউ গাছের পাতা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) ঝাউ গাছের পাতা (Jhaogacher Pata)

মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্য
লেখেনি কোন পুরুষ কোন দিন।
গলির মোড়ে বাজেনি সম্মিলিত
শীৎকার, বখাটে ছেলেদের।
তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ,
এসেছিল শুধু মেপে নিতে,
তোমার বুক, চুল, নিতম্ব
যাবতীয় সব শারিরিক।
কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ?
কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ?
কত বার পাল্টেছ জ্যোতিষি তুমি ?
কত বার করিয়েছ জাদুটোনা ?
কত যুগ উপবাসী তুমি ঢেলেছ দুগ্ধ,
সুগঠিত শিবলিঙ্গে ?
সে খবর জানে শুধু,
একলা রাতের পাশ বালিশ।

ঝাউ গাছের পাতা (Jhaogacher Pata) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Somodr (সমুদ্র? না প্রাচীন ময়াল?) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) সমুদ্র? না প্রাচীন ময়াল? (Somodr)

সমুদ্র? না প্রাচীন ময়াল? পৃথিবী বেষ্টন করে
শুয়ে আছে।
তার খোলা মুখের বিবরে
অন্ধকার। জলের গর্জন।
ঐ পথে
সমস্ত প্রাণীজগৎ নিজের অজান্তে গিয়ে ঢোকে

তুমি ওই বনের সীমায়
গাছে পিঠ রেখে বসে প্রাণত্যাগ করার মুহূর্তে
চোখ স্থির করছো সেই ময়ালের জ্বলজ্বলে চোখে
এতদিন পর
দেখছো সে আসলে অন্ধ। চোখ দুটো নুড়ির, শুধু
জ্যোৎস্না লেগে ঝকমক করে
দেখছো যে স্রোতের ওই গর্জন আসলে এক
জিভকাটা স্বর
দেখছো, তার মুখের গহ্বর
সীমাহীন কালো–কিন্তু দুটো একটা তারা ভেসে আসে ।

সমুদ্র? না প্রাচীন ময়াল? (Somodr) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Amra Pothik (আমরা পথিক) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) আমরা পথিক (Amra Pothik)

গাছেদের নাম গাছ
ধুলোদের নাম ধুলো
নদীদের নাম বলতে পারবে গ্রামবাসীরা
কিন্তু ঘরের নাম ঘর দাওয়ার নাম দাওয়া
দাওয়ার ধারে মেয়েটির নাম কী?
তা জানতে হলে তোমাকে নৌকো বাইতে হবে
গুন টানতে হবে
কাঠ কাটতে যেতে হবে বনে
ডাকাতের হাতে পড়তে হবে
বেড়া ডিঙিয়ে পৌঁছতে হবে দাওয়ায়
দাওয়া ডিঙিয়ে ঘরে
ঘরের মধ্যে সে যখন আঁকড়ে নেবে তোমায়
তার ঘূর্ণির মধ্যে তলিয়ে যাওয়া সেই সময়টায়
গাছের উপর আছড়ে পড়বে গাছ
ধূলোর ভেতর থেকে পাকিয়ে উঠবে ধুলিস্তম্ভ
গ্রামের উপর আছড়ে পরবে নদী
তোমার মনে থাকবে না তোমার নাম ছিল পথিক…

আমরা পথিক (Amra Pothik) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।