Joy Goswami Poems ~ জয় গোস্বামী কবিতা

Mar (মার? সে তো জানলার ওপারে এসে বসে) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) মার? সে তো জানলার ওপারে এসে বসে (Mar)

মার? সে তো জানলার ওপারে এসে বসে।
হাত ভাণ্ড। চুমুক দিতেই
তার স্বচ্ছ গলা দিয়ে নামে
গলে যাওয়া নীহারিকা, চ্যাপ্টা সূর্য, বিন্দু বিন্দু চাঁদ–
তার শিরা উপশিরা বেয়ে
বইতে থাকে পুরো ছায়াপথ

সে যখন জানলা ছেড়ে যায়
ধোঁয়ার স্রোতের মধ্যে উল্টেপাল্টে ঘরে এসে ঢোকে
অতীত–তালগোল পিণ্ড–পিণ্ডের মতন ভবিষ্যৎ!

মার? সে তো জানলার ওপারে এসে বসে (Mar) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Vosmo (ভস্ম) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) ভস্ম (Vosmo)

তুমি ছাড়া একা-একা কী করে গীতবিতান খুলি?
                            এই গান নয়,ওই গান
                            ওই গান নয়,এই গান

এইভাবে, গাওয়া নয়,শুধু গান পড়ার বাগান

ক্রমশ দুপুর থেকে এ খেলায় গড়াত বিকেল
কখন যে এসেছে গোধূলি

পুরনো দুপুর আজ পুড়ে মরে গেছে
বাতাসে বাতাসে ওড়ে সেইসব গানের খেলার
ভস্ম আর ধূলি

ভস্ম (Vosmo) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Nijer Mukh (নিজের মুখ) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) নিজের মুখ (Nijer Mukh)

নিজের মুখের দিকে তাকাতে পারিনা আয়নায়…
এ মুখ সে দেখেছিল।একদা দিনের পর দিন
এই মুখ চোখ মেলে তাকিয়ে থেকেছে তার দিকে

আজ কেউ এই মুখ অ্যাসিডে গলিয়ে দিয়ে যাক

যেন আর চেনাই না যায়।

নিজের মুখ (Nijer Mukh) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Sbgash Hat Mele Manush (শবগাছ, হাত-মেলা মানুষ) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) শবগাছ, হাত-মেলা মানুষ (Sbgash Hat Mele Manush)

শবগাছ, হাত-মেলা মানুষ

তার সামনে দিয়ে জলধারা
চলে গেছে শেষ প্রান্তে, বহুদূর ভোরের ভিতরে

স্বল্প আলোকিতমুখ গুহাটির গলা অব্দি জল…
ওই পারে দিন

এপারে সমাপ্তি কবি, যার মুখ সূর্যাস্তরঙিন!

শবগাছ, হাত-মেলা মানুষ (Sbgash Hat Mele Manush) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Opekkha (অপেক্ষা) ~ জয় গোস্বামী (Joy Goswami)

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) অপেক্ষা (Opekkha)

যতবার বেল বাজে
ভাবি তুমি এলে

দরজা খুলে দেখি,অন্য কেউ

মনে ঢেউ ওঠে, মনে
মরে যায় ঢেউ

অপেক্ষা (Opekkha) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।