Nanigopal Adhikari Poems ~ ননীগোপাল অধিকারীর কবিতা

এমন বাদল দিনে (Emon Badol Dine) ~ ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari)

আধুনিক কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর প্রকৃতিকে কেন্দ্র করে লেখা একটি বাংলা কবিতা (Bangla Kobita) এমন বাদল দিনে (Emon Badol Dine)

আজি এমন বাদল দিনে
বৃষ্টির ধারা নামিল ধরণীর বুকে,
আমার মনের্ চেতনায় তুমি
আনিলে প্রেম মোর চোখে।
স্রষ্টা তোমায় বানাইছে রমণী
দিতেছো ব্যাথা মোরে কেমনে!

কেন গো তুমি আকাশের মেঘ হয়ে
রয়েছো সদা মুখ ভারে!
জমানো কোন সে বেদনা
একান্তে অন্তরে বাদল ধারা ঝরে?
সজনী কোন সে অভিসারে বাড়িয়েছো চরণ,
আবিল পথে, সংগোপনে।

সংশয় ভরা জীবন আজি
চঞ্চল করে সদা মোরে,
তোমা পানে চকিত রয়েছি
মোর হিয়া যে অকসর ডরে।
ওগো রাই আর হয়ো না অভিমানী-
আসো মোর কুটীরে আজি অঝোর বরষণে।

কবিতাটি আমরা গান বা কবিতা হিসেবে পাঠ করতে পারি। বাদল দিনে মনের যে আকুতি তারই এক বহিঃপ্রকাশ কবিতা ও চিত্রে আনা হয়েছে।।। কেউ সুর দিলে আমার আরও ভালো লাগবে।। ভালো থাকুন সুস্থ থাকুন।

শিরোনামঃ এমন বাদল দিনে
কলমেঃ ননীগোপাল অধিকারী
অঙ্কনেঃ চিরঞ্জিত কোড়া

এমন বাদল দিনে (Emon Badol Dine) কবিতাটি ছাড়াও কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

সহে না এ যাতনা (Sahe Na e Jatona) ~ ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari)

আধুনিক কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর প্রকৃতিকে কেন্দ্র করে লেখা একটি বাংলা কবিতা (Bangla Kobita) সহে না এ যাতনা ( Sahe Na e Jatona)

আমার পরান আছে চাহিয়া তোমা পানে
সখি কি বা করি, সহে না এ যাতনা,
যায় চলে দিবস গনিয়া গনিয়া
নাহি কাটে গৃহে একেলা
ব্যাথা মোর হৃদয় জানে ।

নীল অম্বরে ভাসে সখী তোমারই চিত্র
বৃক্ষ তরুদলে দেখি হে তোমারে
বসিয়া রহিয়াছ শাখে, নিত্য।
যমুনা তীরে ডাকে অচেনা কাহারে,
খোঁজে সদা মোর চিত্ত।

মোর অপলক নয়ন তোমারে দেখিতে চাই
নয়নের মাঝে তুমি নিয়েছো যে ঠাঁই
কিবা দোষ ছিল মোর,
কিবা অপরাধ, সখী!
সখি, কোন বিরাগে ত্যাজিলে মোরে, কোথা আমি যাই!

মনে যে বেদন সদা জাগে, করো না আর বঞ্চনা,
অন্তর মাঝে জাগিছ গোপনে, চক্ষে ভাসে কামনা।
সখী, হৃদয়ে হৃদয় রেখে
মিলিতে চাহি তোমার সকল দুখে
চাহিয়া রহিয়াছি, সহে না আর এ যাতনা।

সহে না এ যাতনা ( Sahe Na e Jatona) কবিতাটি ছাড়াও কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

আসিছে ঝড় (Asiche Jhar) ~ ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari)

আধুনিক কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর প্রকৃতিকে কেন্দ্র করে লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) Asiche Jhar (আসিছে ঝড়)

প্রলয় ডঙ্কা বাজায়ে বাজায়ে ,
আসিছে ঝড়।
চারিদিকে সুনসান,
কখন কি জানি হয়!
ভয়ে কাঁপে এ প্রান ঘর।

বৃক্ষ-তরুদল, পাখি শাখে কাঁপে তর
এ জীবন হারায়।
মত্ত গজদল, নিনাদ তুলায়ে
ফিরিছে বাসায়।
সনসন বনবীথিকা, স্তম্ভিত এ হর।

তালিকুঞ্জ হয়েছে নিরব,
প্রাণ যে হারায়।
ভেকের দল, থামায়ে নিনাদ,
ধ্বংসের প্রসর গুনায়।
তাই, দেহাতিরা প্রাণ বাঁচায়ে ,
ছুটিছে নিজ ঘর।

আকাশে কালো মেঘে, স্তম্ভিত চারিদিকে,
বিদ্যুৎ যে চমকায়।
প্রাণভমর কাঁপিয়ে থরথর
শম্বের ধ্বনি শোনা যায়।
তাই, তটিনী তীরে কাঁপে নৌবর।

চারিদিকে সুনসান
কখন কি জানি হয়!
দৈত্যারির কাঁপে ভয়ে নিধর।

পরিবেশের এক চরম মুহুর্তের প্রতিচ্ছবি হল ‘ ঝড়’। “ আসিছে ঝড়” কবিতা বা গানের দ্বারা তার প্রকাশ করলাম । কেমন হয়েছে সকলে জানাবেন ? সকলে সুস্থ থাকুন,ভালো থাকুন।

Asiche Jhar (আসিছে ঝড়) কবিতাটি ছাড়াও কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।