Sahe Na e Jatona- bangla kobita - bengali poem

সহে না এ যাতনা (Sahe Na e Jatona)
- ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari)

শেয়ার করুন

আধুনিক কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর প্রকৃতিকে কেন্দ্র করে লেখা একটি বাংলা কবিতা (Bangla Kobita) সহে না এ যাতনা ( Sahe Na e Jatona)

আমার পরান আছে চাহিয়া তোমা পানে
সখি কি বা করি, সহে না এ যাতনা,
যায় চলে দিবস গনিয়া গনিয়া
নাহি কাটে গৃহে একেলা
ব্যাথা মোর হৃদয় জানে ।

নীল অম্বরে ভাসে সখী তোমারই চিত্র
বৃক্ষ তরুদলে দেখি হে তোমারে
বসিয়া রহিয়াছ শাখে, নিত্য।
যমুনা তীরে ডাকে অচেনা কাহারে,
খোঁজে সদা মোর চিত্ত।

মোর অপলক নয়ন তোমারে দেখিতে চাই
নয়নের মাঝে তুমি নিয়েছো যে ঠাঁই
কিবা দোষ ছিল মোর,
কিবা অপরাধ, সখী!
সখি, কোন বিরাগে ত্যাজিলে মোরে, কোথা আমি যাই!

মনে যে বেদন সদা জাগে, করো না আর বঞ্চনা,
অন্তর মাঝে জাগিছ গোপনে, চক্ষে ভাসে কামনা।
সখী, হৃদয়ে হৃদয় রেখে
মিলিতে চাহি তোমার সকল দুখে
চাহিয়া রহিয়াছি, সহে না আর এ যাতনা।

সহে না এ যাতনা ( Sahe Na e Jatona) কবিতাটি ছাড়াও কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন