Ramgorurer Chhana (রামগরুড়ের ছানা)
- সুকুমার রায় (Sukumar Ray)

শেয়ার করুন

কবি সুকুমার রায় (Sukumar Ray) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) রামগরুড়ের ছানা (Ramgorurer Chhana)

রামগরুড়ের ছানা          হাসতে তাদের মানা,
           হাসির কথা শুনলে বলে,
          "হাসব্ না-না, না-না"।
সদাই মরে ত্রাসে-          ঐ বুঝি কেউ হাসে!
           এক চোখে তাই মিট্‌মিটিয়ে
           তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে          আপনি বকে বকে
           আপনারে কয়, "হাসিস্ যদি
           মারব কিন্তু তোকে!"
যায় না বনের কাছে,          কিম্বা গাছে গাছে,
           দখিন হাওয়ার সুড়সুড়িতে
           হাসিয়ে ফেলে পাছে!
সোয়াস্তি নেই মনে-          মেঘের কোণে কোণে
           হাসির বাষ্প উঠ্‌ছে ফেঁপে
           কান পেতে তাই শোনে।
ঝোপের ধারে ধারে          রাতের অন্ধকারে
           জোনাক্ জ্বলে আলোর তালে
           হাসির ঠারে ঠারে ।
হাসতে হাসতে যারা          হচ্ছে কেবল সারা
           রামগরুড়ের লাগছে ব্যথা
           বুঝছে না কি তারা?
রামগরুড়ের বাসা          ধমক দিয়ে ঠাসা,
           হাসির হাওয়া বন্ধ সেথায়
           নিষেধ সেথায় হাসা।

রামগরুড়ের ছানা (Ramgorurer Chhana) কবিতাটি ছাড়াও কবি সুকুমার রায় (Sukumar Ray) অন্যান্য কবিতা পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন