Bangla Jokes: teacher student bengali funny jokes

Teacher Student Bengali Jokes
- ছাত্র-শিক্ষক বাংলা জোকস

শেয়ার করুন

পেটে খিল ধরিয়ে দেওয়ার মতো কিছু বাংলা মজার (Bangal Funny Jokes) ছাত্র-শিক্ষক জোকস। List of teacher and student Bengali jokes are given below.

কিভাবে ডিম ভেঙ্গে বাচ্চা হয় ?

শিক্ষকঃ আচ্ছা বলতো কিভাবে ডিম ভেঙ্গে বাচ্চা হয় ?

ছাত্রঃ স্যার, তার আগে বলুন তো, কিভাবে বাচ্চার ডিমের ভিতরে ঢোকে ।

পিপঁড়ে আমাদের কি উপকারে আসে

শিক্ষকঃ পিপঁড়ে আমাদের কি উপকারে আসে ?

ছাত্রঃ পিপঁড়ে জানিয়ে দেয়, মা কোথায় মিষ্টির হাঁড়ি রেখেছে ।

আমি তো হোস্টেলে থাকি
শিক্ষক : খোকা , তুমি হোমওয়ার্ক করোনি কেন?
খোকা : স্যার, আমি তো হোস্টেলে থাকি।
শিক্ষক : তাতে কি হয়েছে?
খোকা : হোস্টেলওয়ার্ক তো করতে বলেননি।
শিক্ষকদের স্থান কোথায়
শিক্ষক : বলো তো বল্টু, শিক্ষকদের স্থান কোথায়?
বল্টু : আমার পিছনে স্যার।
শিক্ষক : বেয়াদব! শিক্ষকদের সম্মান করতে শেখোনি এখনো?
বল্টু : কেন স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পিছনে এত মাস্টার লাগালাম তবু তুই পাস করতে পারলি না।
ক্যাটরিনা জলবায়ু
স্যারঃ চান্দু, বলো তো, ভারত কোন জলবায়ুর দেশ ?
চান্দুঃ “ক্যাটরিনা” জলবায়ুর দেশ, স্যার!
স্যারঃ পাজি ছেলে, এই সহজ প্রশ্নের উত্তর জানো না !!!
চান্দুঃ স্যার, বাংলাদেশ যদি “মৌসুমি” জলবায়ুর দেশ হয়, তাহলে ভারতের জলবায়ু কি দোষ করল ?
100% Love

ক্লাসে স্যার ছাত্র ছাত্রীদের বললঃ “একটা গান করোতো”
ছাত্র-ছাত্রীঃ ok স্যার।
ছাত্রীঃ আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব ।
ছাত্রঃ তোরে আমি বিয়া করব, কি করবে তোর বাপ…..??
স্যারঃ It’s 100% Love.. Love.. Love…

চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কতোটা সময়ের ?

শিক্ষকঃ চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কতোটা সময়ের ?

সঞ্জীবঃ বারো ঘন্টা ।

শিক্ষকঃ কি করে ?

সঞ্জীবঃ সূর্য ওঠার বারো ঘণ্টা বাদে চাঁদ ওঠে।

বৃদ্ধাকে তার নিরানন্দময় জীবন থেকে আনন্দময় জীবনে ফিরিয়ে আনা যায় ?

ছাত্রঃ একজন বৃদ্ধাকে তার নিরানন্দময় জীবন থেকে আনন্দময় জীবনে ফিরিয়ে আনা যায় কেমন করে স্যার ?

শিক্ষকঃ তার যুবা বয়সের নানারকম রসিকতার কথা তাকে মনে করিয়ে দিয়ে ।

সবুজ বিপ্লব কাকে বলে ?

শিক্ষক~ সবুজ বিপ্লব কাকে বলে ?

ছাত্র~ যে বিপ্লবের পর দেশের জাতীয় পোশাক সবুজ হয়ে যায় ।


শেয়ার করুন

মন্তব্য করুন