বিশ্ব পরিবেশ দিবস ২০২০- world environment day 2020

বিশ্ব পরিবেশ দিবস ২০২০
- World Environment Day

শেয়ার করুন

আজ, 5 জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সচেতনতার লক্ষ্যে এই দিন আধুনিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রাষ্ট্রসঙ্ঘে 1972 সালের 5-16 জুন সর্বপ্রথম পরিবেশ সম্মেলন করা হয়। তারপর 1974 সালের 5 জুন থেকে টানা 44 বছর ধরে পরিবেশ দিবস পালন করছেন দুনিয়া।

পরিবেশ দিবসের শুরুটা হয়েছিল সুইডেনের উদ্যোগে। 1968-র 20 মে তারিখে রাষ্ট্রসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদে চিঠি দেয় সুইডেন সরকার। চিঠির ছত্রে ছত্রে ছিল পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ। বিষয়টি সেই বছরেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ আলোচনার মধ্যে নিয়ে আসা হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সুইডেনের রাজধানী স্টকহোমকে বেছে নেওয়া হয়। সেখানেই 1972-এর 5-16 জুন, টানা 12 দিন ধরে সম্মেলন চলে। বর্তমানে বিভিন্নভাবে বিশ্ব পরিবেশ সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশ্বের সমস্ত মানবজাতির সাথে পরিবেশ সচেতনতা উদ্দেশ্যেই পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ।

এটাই পৃথিবীর প্রথম পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন। 1973 সালে সম্মেলনের প্রথম দিনেই সিদ্ধান্ত হয়, 5 জুন থেকে পরিবেশ দিবস পালন করা হবে। সেই মতো 1974 সাল থেকে 5 জুন পরিবেশ দিবস পালন করছে গোটা পৃথিবী।

প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা বিষয় নিয়ে পালিত হয়। এবছরের (2020 সালের) থিম “Time for Nature” – জার্মানির সাথে অংশীদারিতে কলম্বিয়ায় আয়োজিত হয়েছে।

আমদের দেশ এখন চরম সংকটের মুখে। দিন দিন পরিবেশ দূষণের মাএা বেড়ে যাচ্ছে, তাই আমাদের উচিত পরিবেশ দিবস কে সামনে রেখে আরও বেশি গাছ লাগাতে হবে, যাতে পরিবেশ তার ভারসাম্য বজায় রাখতে পারে। আমরা আমাদের চারপাশে সবুজ করে তোলার জন্য অনেক অনেক গাছ লাগাবো।

মানব সভ্যতার পরিবেশ গড়ে উঠেছে উদ্ভিদ ও মানুষকে কেন্দ্র করে। অর্থাৎ মানুষ ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এক কথায় বলা হয় উদ্ভিদ আমাদের প্রাণের সঙ্গী। যুগের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হবার ফলে, আজ মানব সভ্যতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে মানুষের জীবন, সামুদ্রিক প্রাণী, জীব জন্তু ও পরিবেশ।

আমরা আমাদের বাড়ির চারপাশে, পতিত জমিতে,রাস্তার দু’ধারে, বিদ্যালয়ের মাঠের ধারে ধারে গাছ লাগাতে পারি। কথায় আছে ‘একটি গাছ একটি প্রাণ ‘ তাই আমরা যত গাছ লাগাবো,তত প্রাণের স্পন্দন বাড়বে।

সর্বশেষে এ কথাই বলি, পরিবেশ তথা আমাদের সবারই উচিত চারপাশে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা। পরিবেশ দূষণ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার না করায় ভালো। নদী, নালা, খালে প্লাস্টিক জিনিস একদমই ফেলা উচিত নয়।


শেয়ার করুন

মন্তব্য করুন