তোমার জীবনের যত দুঃখ আছে
সব মোছাব আমার ভালোবাসা দিয়ে।
তোমার জীবনের যত কষ্ট আছে
সব ঘোচাব আমার ভালোবাসা দিয়ে।
তোমার জীবনের যত ব্যথা বেদনা আছে
সব দূর করব আমার ভালোবাসা দিয়ে।
তোমাকে সদা আনন্দে ভরিয়ে রাখব
আমার ভালোবাসা দিয়ে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২১/৭/২০২৪