“সে-ই কখনো বন্ধু নয়”
-

শেয়ার করুন

“সে-ই কখনো বন্ধু নয়”

            এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

 

যতই তাকে বন্ধু ভাবিস 

“সে-ই কখনো বন্ধু নয়”

বন্ধু সেজেই হর-হামেশা  

আপন স্বার্থ বুঝিয়া লয়।

 

ভাবিস যদিও বন্ধু তারে 

সেই ভাবে নাই কভু, 

কীসের আশায় মান ইজ্জতের 

সব দিয়ে যাস তবু? 

 

দুর্দিনে তোর বন্ধু সেজেই

স্বার্থ আদায় করছে বেশ, 

বাহান্ন-টি বছর গেলেও 

হয়নি বুঝি স্বার্থ শেষ! 

 

বিবেক দিয়ে চিন্তা করে 

দেখ না’রে তুই ভেবে! 

সব দিয়েছিস কিন্তু তোরে 

কী আর এমন দেবে?

 

মারবে খরায় শুকিয়ে তোরে

বর্ষাকালের বানে!

তবুও মা তোর হৃদয় কেন

তৃপ্ত তার, ঐ গানে?

 

ফেলানীর ঐ চিৎকার আজও 

জাতির যায়নি ভোলা!

কিন্তু মা তোর কানেই কেন 

ভিনদেশীদের তুলা? 

 

আকাশ বাতাস সাক্ষী সবাই 

“সে-ই কখনো বন্ধু নয়”

অন্তরের তার বিষে-ই ভরা,

মুখ যদিও মিষ্টি ময়। 

 

চুপ করে মা থাকতে পারিস,

আর ক’টা  দিন দেখি! 

থলের বিড়াল বের হলে সেই 

বলিস মাগো এ-কী।

 

দশের ক্ষতি পরের কথা 

তোর ক্ষতিটাই বেশ!

দেখিস মাগো বন্ধু সেজে 

করবে তোকেই শেষ।


শেয়ার করুন

মন্তব্য করুন