আধুনিক সমাজে আজ, বিশ্রীষ্ট প্রযুক্তির বেলা,
সংযোগে বন্ধুত্ববৃদ্ধি, আপাতত হেলা।
ডিজিটাল আঁকাসৃষ্টি, সকলের কাছে একটি দুনিয়া,
সংখ্যায় বেড়ে যাচ্ছে মানুষের এগোনো লালনী।
সমাজেবিপর্যয়, সময়বেদনারমুখে,
মানুষভুলেযাচ্ছেমানুষেরসংসারেরসুখে।
সামাজিকযত্নলেকেচলেসামনেঅনজতি,
মানবতাকমেযাচ্ছে, নেতাজীবাদদুর্নীতি।
প্রেসারেসাধেমানুষনিজেরনিজস্বস্বপ্ন,
ভুলেযাচ্ছেপরিস্থিতি, আত্মবদন্ধনামন।
প্রেমবিক্ষেপ, স্বার্থপ্রধান, নৈতিকতাবিচ্ছিন্ন,
এইআধুনিকসমাজেচিত্তহয়অব্যক্তিরপিন্ন।
সমস্যারসামনেচায়আলোকিতমানবতা,
আমরাসবাইযোগ্যসমাজেরনির্মাতা।