বৃষ্টির সেই রাতে,,,
-

শেয়ার করুন

বৃষ্টির সেই রাতে,,, 

                  …এ্যানী.

 

বৃষ্টির সেই রাতে,

দেখেছি আকাশে 

চমকায় মেঘ মালা !

 

পৃথিবীর এই বুকে,

দেখেছি শত !

কুদরতে খোদার খেলা !!

 

আঁধার ঐ রজনিতে,

জ্যোৎসনার আলোতে,

দেখেছি নুরের জ্যোতী !

 

বিজলীর চমকানি,

বৃষ্টির সেরা পানি,

করে যায় কৃষকের উন্নতি !

 

বিদাতার অবদানে,

ফসলে ভরে,

সবুজ শ্যামল এই মাঠ !

 

লোকারন্যে ভরা,

এই বসুন্ধরা ,

চারিদিকে ঠাসা পথঘাঠ !!

 

জলে থৈ থৈ,

গেলি তোরা কই ?

খোদার ঐ ডাকে কেন ,,

করিস হেলা ??

হাইয়া আলাস-সালাহ্…..


শেয়ার করুন

মন্তব্য করুন