ashiche jhor- bangla kobita - bengali poem

আসিছে ঝড় (Asiche Jhar)
- ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari)

শেয়ার করুন

আধুনিক কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর প্রকৃতিকে কেন্দ্র করে লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) Asiche Jhar (আসিছে ঝড়)

প্রলয় ডঙ্কা বাজায়ে বাজায়ে ,
আসিছে ঝড়।
চারিদিকে সুনসান,
কখন কি জানি হয়!
ভয়ে কাঁপে এ প্রান ঘর।

বৃক্ষ-তরুদল, পাখি শাখে কাঁপে তর
এ জীবন হারায়।
মত্ত গজদল, নিনাদ তুলায়ে
ফিরিছে বাসায়।
সনসন বনবীথিকা, স্তম্ভিত এ হর।

তালিকুঞ্জ হয়েছে নিরব,
প্রাণ যে হারায়।
ভেকের দল, থামায়ে নিনাদ,
ধ্বংসের প্রসর গুনায়।
তাই, দেহাতিরা প্রাণ বাঁচায়ে ,
ছুটিছে নিজ ঘর।

আকাশে কালো মেঘে, স্তম্ভিত চারিদিকে,
বিদ্যুৎ যে চমকায়।
প্রাণভমর কাঁপিয়ে থরথর
শম্বের ধ্বনি শোনা যায়।
তাই, তটিনী তীরে কাঁপে নৌবর।

চারিদিকে সুনসান
কখন কি জানি হয়!
দৈত্যারির কাঁপে ভয়ে নিধর।

পরিবেশের এক চরম মুহুর্তের প্রতিচ্ছবি হল ‘ ঝড়’। “ আসিছে ঝড়” কবিতা বা গানের দ্বারা তার প্রকাশ করলাম । কেমন হয়েছে সকলে জানাবেন ? সকলে সুস্থ থাকুন,ভালো থাকুন।

Asiche Jhar (আসিছে ঝড়) কবিতাটি ছাড়াও কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন