Bot Brikhaw-bangla kobita by nibedita adhikary-banglashikha

বটবৃক্ষ (Bot Brikhaw)
- নিবেদিতা অধিকারী (Nibedita Adhikary)

শেয়ার করুন

বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন, ২০২০, উপলক্ষে আমার নিজেরই রচিত/লেখা গাছের প্রতি একটি ভালোলাগার কবিতা বটবৃক্ষ।

বটগাছ, বটগাছ
বহু শাখা-প্রশাখা, পাতা ও ফুল-ফল ভর্তি তোমার ;
এক পায়ের থাকো দাঁড়িয়ে !
তুমি সারাক্ষণ এক নির্দিষ্ট জায়গায় ।
আমি কেন পারি না তোমার মতো—
এক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে ?

বটগাছ যাবে তুমি আমার সাথে বেড়াতে
তোমার তো হাত-পা নেই,
তুমি তো কথাও বলতে পারো না,
তুমি থাকো এই স্থানে ।।

ভাল লাগে না আমার মন-মেজাজ ;
সব গাছ, বাড়ি, রাস্তা ও ঘাট পেরিয়ে
বেড়াতে যাবো আমি দূর-দূরান্তে ।
বেড়িয়ে এসে তোমায় যেন আমি—
দেখতে পায় এই স্থানে একই ভাবে ।।

কবি নিবেদিতা অধিকারী (Nibedita Adhikary) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে হলে এখানে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন