আধুনিক কবি ননীগোপাল অধিকারী (Nanigopal Adhikari) -এর প্রকৃতিকে কেন্দ্র করে লেখা একটি বাংলা কবিতা (Bangla Kobita) এমন বাদল দিনে (Emon Badol Dine)।
আজি এমন বাদল দিনে
বৃষ্টির ধারা নামিল ধরণীর বুকে,
আমার মনের্ চেতনায় তুমি
আনিলে প্রেম মোর চোখে।
স্রষ্টা তোমায় বানাইছে রমণী
দিতেছো ব্যাথা মোরে কেমনে!
কেন গো তুমি আকাশের মেঘ হয়ে
রয়েছো সদা মুখ ভারে!
জমানো কোন সে বেদনা
একান্তে অন্তরে বাদল ধারা ঝরে?
সজনী কোন সে অভিসারে বাড়িয়েছো চরণ,
আবিল পথে, সংগোপনে।
সংশয় ভরা জীবন আজি
চঞ্চল করে সদা মোরে,
তোমা পানে চকিত রয়েছি
মোর হিয়া যে অকসর ডরে।
ওগো রাই আর হয়ো না অভিমানী-
আসো মোর কুটীরে আজি অঝোর বরষণে।
কবিতাটি আমরা গান বা কবিতা হিসেবে পাঠ করতে পারি। বাদল দিনে মনের যে আকুতি তারই এক বহিঃপ্রকাশ কবিতা ও চিত্রে আনা হয়েছে।।। কেউ সুর দিলে আমার আরও ভালো লাগবে।। ভালো থাকুন সুস্থ থাকুন।
শিরোনামঃ এমন বাদল দিনে
কলমেঃ ননীগোপাল অধিকারী
অঙ্কনেঃ চিরঞ্জিত কোড়া