আজকের কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা নামচি।
এই যে ভাদ্র মাসে দরদর ঘামছি,
এর কোনো মানে হয়?
না হে, আর দেরি নয়,
চলো হে গাঁটরি বেঁধে চলে যাই নামচি।
জিজ্ঞেস করো যদি জায়গাটা কাঁহা রে-
ঠিক কথা, তা সেটাও
এক্ষুনি জেনে নাও,
ছোট্ট শহর ওটা সিকিমের পাহাড়।
গরমে সেদ্ধ হয়ে প্রাণ যায় আজ যে!
কাল কেন, তা-ই বলি,
পারি তো এখুনি চলি
তিস্তার ধার ধরে সেই দুর রাজ্যে।
সেখানে রৌদ্রে-মেঘে জোর মারামারিতে
আলো-ছায়া চমকায়
পাহাড়ের গায়ে- গায়ে
ছবির মতন আঁকা যত ঘরবাড়িতে।
পৃথিবী যায়নি আজও নামচিতে বুড়িয়ে।
চারিদিক ঢাকা ফুলে,
তাকালেই মুখ তুলে
তক্ষুনি যাবে দেখো দুই চোখ জুড়িয়ে।
বাতাস বাজিয়ে ফেরে সেতারের ঝংকার।
সারাদিন জানালায়
চোখ রেখে দেখা যায়
রোদ্দুরে- মাজা মুখ কাঞ্চনজঙ্ঘার।
নীরেন্দ্রনাথ চক্রবর্তী -এর অন্যান্য কবিতা পেতে হলে এখানে ক্লিক করুন