নগদ-বাকী !
-

শেয়ার করুন

নগদ-বাকী…

                …এ্যানী🖋️

 

হাজারো কষ্ট পাথরে চাপা 

দিচ্ছি আমার ছোট্ট বুকে 💭

দুঃখগুলো নিচ্ছি আমি 

সুখগুলো সব দিলাম তোকে ❗

 

কাঁদবো আমি সারাটা জীবন 

ভালো বেসেছি তাই ❗

যার প্রতিদান শুধুই আমি 

খোদার কাছে’ই চাই ❗

 

সত্যিকারের প্রেম কি কখনো 

ভুলে থাকা যায় ❓

প্রেম নামিয় নষ্টামি আজ 

চলছে এই ধরায় ❗

 

ভালবাসা’র এই ধরাতে 

নেই তো কিছুই তেমন বাকি ❗

ভালবাসা সব হারিয়ে গেছে 

এখন সবাই খালি স্বার্থ রাখি  💯

 

আজকে আমিও গরীব বলে 

পাচ্ছি সবার ঘৃণা 💭

প্রেমের দামে পেয়েছি তবে…

কিছু অভিনয় কিনা 💭 

 

ভাগ্য আমার অনেক ভালো 

কিছুটা হয়তো পেলাম 💭

বাকীটা নাহয় বাকীর খাতায় 

বাকী হিসেবে’ই দিলাম 💭

 

নগদ-বাকী সব মিলিয়ে 

প্রভুর টেবিলে জমা 💭

শেষ বিচারের দিনেও কারো 

বাকীর হবেনা ক্ষমা 💭

 

সেদিন কেহই ছাড় পাবে না

আপন কি’বা পর ❗

ধনী গরীব হোকনা যেমন 

  • হোকনা “রাণীর বর” ❗

শেয়ার করুন

মন্তব্য করুন