Michael Madhusudan Dutt Poems~ মাইকেল মধুসূদন দত্তর কবিতা

Megh O Catok (মেঘ ও চাতক) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) মেঘ ও চাতক (Megh O Catok)

উড়িল আকাশে মেঘ গরজি ভৈরবে;—
            ভানু পলাইল ত্রাসে;
            তা দেখি তড়িৎ হাসে;
            বহিল নিশ্বাস ঝড়ে;
           ভাঙ্গে তবু মড়-মড়ে;
           গিরি-শিরে চূড়া নড়ে,
                      যেন ভূ-কম্পনে;
অধীরা সভয়ে ধরা সাধিলা বাসবে।
          আইল চাতক-দল,
          মাগি কোলাহলে জল—
“তৃষায় আকুল মোরা, ওহে ঘনপতি!
এ জ্বালা জুড়াও, প্রভু, করি এ মিনতি।”
বড় মানুষের ঘরে ব্রতে, কি পরবে,
ভিখারী-মণ্ডল যথা অাসে ঘোর রবে;—
         কেহ আসে, কেহ যায়;
         কেহ ফিরে পুনরায়
         আবার বিদায় চায়;
         ত্রস্ত লোভে সবে;—
         সেরূপে চাতক-দল,
         উড়ি করে কোলাহল;—
“তৃষায় আকুল মোরা, ওহে ঘনপতি!
এ জ্বালা জুড়াও জলে, করি এ মিনতি।”
         রোষে উত্তরিলা ঘনবর;—
“অপরে নির্ভর যার, অতি সে পামর!
         বায়ু-রূপ দ্রুত রথে চড়ি,
         সাগরের নীল পায়ে পড়ি,
         আনিয়াছি বারি;—
         ধরার এ ধার ধারি।
         এই বারি পান করি,
         মেদিনী সুন্দরী
         বৃক্ষ-লতা-শস্যচয়ে
         স্তন-দুগ্ধ বিতরয়ে
         শিশু যথা বল পায়,
         সে রসে তাহারা খায়,
অপরূপ রূপ-সুধা বাড়ে নিরন্তর;
তাহারা বাঁচায়, দেখ, পশু-পক্ষী-নর।
        নিজে তিনি হীন-গতি;
জল গিয়া আনিবারে নাহিক শকতি;
        তেঁই তাঁর হেতু বারি-ধারা।—
        তোমরা কাহারা?
        তোমাদের দিলে জল,
        কভু কি ফলিবে ফল?
       পাখা দিয়াছেন বিধি;
       যাও, যথা জলনিধি;
       যাও, যথা জলাশয়;—
       নদ-নদী-তড়াগাদি, জল যথা রয়।
       কি গ্রীষ্ম, কি শীত কালে,
       জল যেখানে পালে,
সেখানে চলিয়া যাও, দিনু এ যুকতি।”
       চাতকের কোলাহল অতি।
       ক্রোধে তড়িতেরে ঘন কহিলা,—
      “অগ্নি-বাণে তাড়াও এ দলে।”—
       তড়িৎ প্রভুর আজ্ঞা মানিলা।
      পলায় চাতক, পাখা জ্বলে।
যা চাহ, লভ সদা নিজ-পরিশ্রমে;
এই উপদেশ কবি দিলা এই ক্রমে।

মেঘ ও চাতক (Megh O Catok) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Bngshidhwoni (বংশীধ্বনি) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বংশীধ্বনি (Bngshidhwoni)

(১)

কে ও বাজাইছে বাঁশী, স্বজনি,
মৃদু মৃদু স্বরে নিকুঞ্জবনে?
নিবার উহারে ; শুনি ও ধ্বনি
দ্বিগুণ আগুন জ্বলে লো মনে?–
এ আগুনে কেনে অাহুতি দান?
অমনি নারে কি জ্বালাতে প্রাণ?

(২)

বসন্ত অন্তে কি কোকিলা গায়
পল্লব—বসনা শাখা-সদনে?
নীরবে নিবিড় নীড়ে সে যায়—
বাঁশীধ্বনি আজি নিকুঞ্জবনে?
হায়, ও কি আর গীত গাইছে?
না হেরি শ্যামে ও বাঁশী কাঁদিছে?

(৩)

শুনিয়াছি, সই, ইন্দ্র রুষিয়া
গিরিকুল-পাখা কাটিলা যবে,
সাগরে অনেক নগ পশিয়া
রহিল ডুবিয়া—জলধিভবে।
সে শৈল সকল শির উচ্চ করি
নাশে এবে সিন্ধুগামিনী তরী।

(৪)

কি জানি কেমনে প্রেমসাগরে
বিচ্ছেদ-পাহাড় পশিল আসি?
কার প্রেমতরী নাশ না করে—
ব্যাধ যেন পাখী পাতিয়া ফাঁসি—
কার প্রেমতরী মগনে না জলে
বিচ্ছেদ-পাহাড়—-বলে কি ছলে!

(৫)

হায় লো সখি, কি হবে স্মরিলে
গত সুখ? তারে পাব কি আর?
বাসি ফুলে কি লো সৌরভ মিলে?
ভুলিলে ভাল যা—-স্মরণ তার?
মধুরাজে ভেবে নিদাঘ-জ্বালা,
কহে মধু, সহ, ব্রজের বালা!

(ব্রজাঙ্গনা কাব্য)

বংশীধ্বনি (Bngshidhwoni) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Shoni (শনি) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) শনি (Shoni)

কেন মন্দ গ্রহ বলি নিন্দা তোমা করে
জ্যোতিষী ? গ্রহেন্দ্র তুমি,শনি মহামতি!
ছয় চন্দ্র রত্নরূপে সুবর্ণ টোপরে
তোমার ; সুকটিদেশে পর, গ্রহ-পতি
হৈম সারসন, যেন আলোক-সাগরে !
সুনীল গগন-পথে ধীরে তব গতি।
বাখানে নক্ষত্র-দল ও রাজ-মূরতি
সঙ্গীতে, হেমাঙ্গ বীণা বাজায়ে অম্বরে।
হে চল রশ্মির রাশি,সুধি কোন জনে,—
কোন জীব তব রাজ্যে আনন্দে নিবাসে?
জন-শূন্য নহ তুমি,জানি আমি মনে,
হেন রাজা প্রজা-শূন্য,—প্রত্যয়ে না আসে!—
পাপ,পাপ-জাত মৃত্যু,জীবন-কাননে,
তব দেশে,কীটরূপে কুসুম কি নাশে?

শনি (Shoni) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Bosonte 1 (বসন্তে-১) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বসন্তে-১ (Bosonte 1)

(১)

       ফুটিল বকুলকুল কেন লো গোকুলে আজি,
                 কহ তা, স্বজনি?
আইলা কি ঋতুরাজ?         ধরিলা কি ফুলসাজ,
                 বিলাসে ধরণী?
মুছিয়া নয়ন-জল,               চল লো সকলে চল,
       শুনিব তমাল তলে বেণুর সুরব;—
       আইল বসন্ত যদি, আসিবে মাধব!

(২)

       যে কালে ফুটে লো ফুল, কোকিল কুহরে, সই,
                 কুসুমকাননে,
মুঞ্জরয়ে তরুবলী,               গুঞ্জরয়ে সুখে অলি,
                 প্রেমানন্দ মনে,
সে কালে কি বিনোদিয়া,   প্রেমে জলাঞ্জলি দিয়া,
       ভুলিতে পারেন, সখি, গোকুলভবন?
       চল লো নিকুঞ্জবনে পাইব সে ধন!

(৩)

       স্বন, স্বন, স্বনে শুন, বহিছে পবন, সই,
                 গহন কাননে,
হেরি শ্যামে পাই প্ৰীত,            গাইছে মঙ্গল গীত,
                 বিহঙ্গমগণে!
কুবলয় পরিমল,             নহে এ ; স্বজনি, চল,—
       ও সুগন্ধ দেহগন্ধ বহিছে পবন।
       হায় লো, শ্যামের বপুঃ সৌরভসদন!

(৪)

       উচ্চ বীচি রবে, শুন, ডাকিছে যমুনা ওই
                 রাধায়, স্বজনি;
কল কল কল কলে,                সুতরঙ্গ দল চলে,
                 যথা গুণমণি।
সুধাকর-কররাশি              সম লো শ্যামের হাসি,
       শোভিছে তরল জলে; চল, ত্বরা করি—
       ভুলি গে বিরহ-জ্বালা হেরি প্রাণহরি!

(৫)

       ভ্রমর গুঞ্জরে যথা ; গায় পিকবর, সই,
                 সুমধুর বোলে;
মরমরে পাতাদল;                   মৃদুরবে বহে জল
                 মলয় হিল্লোলে;—
কুসুম-যুবতী হাসে,          মোদি দশ দিশ বাসে,—
       কি সুখ লভিব, সখি, দেখ ভাবি মনে,
       পাই যদি হেন স্থলে গোকুলরতনে?

(৬)

       কেন এ বিলম্ব আজি, কহ ওলো সহচরি,
                 করি এ মিনতি?
কেন অধোমুখে কাঁদ,               আবরি বদনচাঁদ,
                 কহ, রূপবতি?
সদা মোর সুখে সুখী,           তুমি ওলো বিধুমুখি,
       আজি লো এ রীতি তব কিসের কারণে?
       কে বিলম্বে হেন কালে? চল কুঞ্জবনে!

(৭)

       কাঁদিব লো সহচরি, ধরি সে কমলপদ,
                 চল, ত্বরা করি,
দেখিব কি মিষ্ট হাসে,          শুনিব কি মিষ্ট ভাষে,
                 তোষেন শ্রীহরি
দুঃখিনী দাসীরে; চল,              হইমু লো হতবল,
       ধীরে ধীরে ধরি মোরে, চল লো স্বজনি ;–
       সুধে—মধু শূন্য কুঞ্জে কি কাজ, রমণি?

(ব্রজাঙ্গনা কাব্য)

বসন্তে-১ (Bosonte 1) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Bosonter Ekati Pakhir Proti (বসন্তের একটি পাখীর প্রতি) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বসন্তের একটি পাখীর প্রতি (Bosonter Ekati Pakhir Proti)

নহ তুমি পিক, পাখি, বিখ্যাত ভারতে,
মাধবের বাৰ্ত্তাবহ ; যার কুহরণে
ফোটে কোটি ফুল-পুঞ্জ মঞ্জু কুঞ্জবনে !—
তবুও সঙ্গীত-রঙ্গ করিছ যে মতে
গায়ক, পুলক তাহে জনমে এ মনে !
মধুময় মধুকাল সৰ্ব্বত্র জগতে ,—
কে কোথা মলিন কবে মধুর মিলনে,
বসুমতী সতী যবে রত প্রেমব্রতে?—
দুরন্ত কৃতান্ত-সম হেমন্ত এ দেশে
নিৰ্দ্দয় ; ধরার কষ্টে দুষ্ট তুষ্ট অতি !
না দেয় শোভিতে কভু ফুলরত্মে কেশে,
পরায় ধবল বাস বৈধব্যে যেমতি !—
ডাক তুমি ঋতুরাজে, মনোহর বেশে
সাজাতে ধরায় আসি, ডাক শীঘ্ৰগতি !

বসন্তের একটি পাখীর প্রতি (Bosonter Ekati Pakhir Proti) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Kukkut O Moni (কুক্কুট ও মণি) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) কুক্কুট ও মণি (Kukkut O Moni)

খুঁটিতে খুঁটিতে ক্ষুদ কুক্কুট পাইল
            একটি রতন;—
বণিকে সে ব্যগ্রে জিজ্ঞাসিল;—
“ঠোঁটের বলে না টুটে, এ বস্তু কেমন?”
            বণিক্ কহিল,-“ভাই,
এ হেন অমূল্য রত্ন, বুঝি, দুটি নাই।''
হাসিল কুক্কুট শুনি;—''তণ্ডুলের কণা
বহুমূল্যতর ভাবি;—কি আছে তুলনা?”
“নহে দোষ তোর, মূঢ়, দৈব এ ছলনা,
            জ্ঞান-শূন্য করিল গোঁসাই!”
            এই কয়ে বণিক ফিরিল।
মূর্খ যে, বিদ্যার মূল্য কভু কি সে জানে?
নর-কুলে পশু বলি লোকে তারে মানে;—
এই উপদেশ কবি দিলা এই ভানে।

কুক্কুট ও মণি (Kukkut O Moni) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Kusum (কুসুম) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) কুসুম (Kusum)

কেনে এত ফুল তুলিলি, স্বজনি—
              ভরিয়া ডালা?
মেঘাবৃত হলে,            পরে কি রজনী
              তারার মালা?
অার কি যতনে,          কুসুম রতনে
              ব্রজের বালা?

আর কি পরিবে          কভু ফুলহার
             ব্ৰজকামিনী?
কেনে লো হরিলি        ভূষণ লতার—
             বনশোভিনী?
অলি বঁধু তার;           কে আছে রাধার—
             হতভাগিনী?

হায় লো দোলাবি,      সখি,কার গলে
            মালা গাঁথিয়া?
আর কি নাচে লো     তমালের তলে
            বনমালিয়া?
প্রেমের পিঞ্জর,         ভাঙি পিকবর,
            গেছে উড়িয়া!

আর কি বাজে লো    মনোহর বাঁশী
            নিকুঞ্জবনে?
ব্রজ সুধানিধি            শোভে কি লো হাসি,
            ব্রজগগনে?
ব্রজ কুমুদিনী,            এবে বিলাপিনী
            ব্রজভবনে!

হায় রে যমুনে            কেনে না ডুবিল
            তোমার জলে
অদয় অক্রূর,             যবে সে আইল
            ব্রজমণ্ডলে?
ক্রূর দূত হেন,             বধিলে না কেন
            বলে কি ছলে?

হরিল অধম               মম প্রাণ হরি
           ব্রজরতন!
ব্রজবনমধু                 নিল ব্রজ অরি,
            দলি ব্রজবন?
কবি মধু ভণে,            পাবে, ব্রজাঙ্গনে,
            মধুসূদন!

(ব্রজাঙ্গনা কাব্য)

কুসুম (Kusum) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Goda Juddho (গদা-যুদ্ধ) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) গদা-যুদ্ধ (Goda Juddho)

দুই মত্ত হস্তী যথা ঊর্দ্ধশুণ্ড করি,
রকত-বরণ আঁখি,গরজে সঘনে,—
ঘুরায়ে ভীষণ গদা শূন্যে,কাল রণে,
গরজিলা দুর্য্যোধন,গরজিলা অরি
ভীমসেন।ধূলা-রাশি,চরণ-তাড়নে
উড়িল;অধীরে ধরা থর থর থরি
কাঁপিলা;—টলিল গিরি সে ঘন কম্পনে;
উথলিল দ্বৈপায়নে জলের লহরী,
ঝড়ে যেন!যথা মেঘ,বজ্রানলে ভরা,
বজ্রানলে ভরা মেঘে আঘাতিলে বলে,
উজলি চৌদিক তেজে বাহিরায় ত্বরা
বিজলী;গদায় গদা লাগি রণ-স্থলে,
উগরিল অগ্নি-কণা দরশন-হরা!
আতঙ্কে বিহঙ্গ-দল পড়িল ভূতলে।।

গদা-যুদ্ধ (Goda Juddho) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Borshakal (বর্ষাকাল) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বর্ষাকাল (Borshakal)

গভীর গর্জ্জন সদা করে জলধর,
উথলিল নদনদী ধরণী উপর ।
রমণী রমণ লয়ে, সুখে কেলি করে,
দানবাদি দেব, যক্ষ সুখিত অন্তরে।
সমীরণ ঘন ঘন ঝন ঝন রব,
বরুণ প্রবল দেখি প্রবল প্রভাব ।
স্বাধীন হইয়া পাছে পরাধীন হয়,
কলহ করয়ে কোন মতে শান্ত নয়।।

বর্ষাকাল (Borshakal) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।

Prastabona (প্রস্তাবনা) ~ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) প্রস্তাবনা (Prastabona)

রাগিণী খাম্বাজ,তাল মধ্যমান
মরি হায়,কোথা সে সুখের সময়,
সে সময় দেশময় নাট্যরস সবিশেষ ছিল রসময়!
               শুন গো ভারতভূতি,
               কত নিদ্রা যাবে তুমি,
        আর নিদ্রা উচিত না হয়।
               উঠ ত্যজ ঘুম ঘোর,
               হইল,হইল ভোর,
        দিনকর প্রাচীতে উদয়।
                              কোথায় বাল্মীকি,ব্যাস,
                              কোথা তব কালিদাস,
        কোথা ভবভূতি মহোদয়।
                              অলীক কুনাট্য রঙ্গে,
                              মজে লোক রাঢ়ে বঙ্গে,
        নিরখিয়া প্রাণে নাহি সয়।
                              সুধারস অনাদরে,
                              বিষবারি পান করে,
        তাহে হয় তনু মনঃ ক্ষয়।
                              মধু বলে জাগ মা গো,
                              বিভু স্থানে এই মাগ,
        সুরসে প্রবৃত্ত হউক তব তনয় নিচয়।।

প্রস্তাবনা (Prastabona) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।